সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত করায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
রবিবার বিকেলে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার।
Leave a Reply