সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর নূরানি হাফিজিয়া মাদরাসার পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর পর্যন্ত এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। শান্তিপুর নূরানি হাফিজিয়া মাদরাসার সভাপতি নূরুল হুদা খোকন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্যের শাহজালাল মসজিদ ও মাদরাসার ইমাম ও খতিব মাওলানা সৈয়দ মসহুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মুফতি সালমান ফার্সি। প্রধান বক্তা ছিলেন, মাওলানা আব্দুল আজিজ সোলেমানপুরী ও আওয়ামী লীগ নেতা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফজলুল হক।
Leave a Reply