জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে উপজেলার প্রায় ৪০০ পরিবারের মাঝে কোরবানির মাংশ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার দারুস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে মাংশ বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিনিধি মুহাম্মদ আলতাফুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ মাছরুফ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা খুরশেদ আলম ও মাওলানা হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা কামরুল হক, মাওলানা কাওছার আহমদ, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, মাওলানা আবুল কালাম জাকারিয়া, মোহাম্মদ আলী উজ্জ্বল, হাফিজ এহসানুল হক, মারুফ আহমদ, আনোয়ার হুসেন, মুফতি মামুনুর রশীদ জসিম, আল আমীন জহুর ও আলী আহমেদ নুমান।
Leave a Reply