বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১২ আগস্ট দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু।
প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ১৯৭৫ সালের পনেরোই আগস্ট দেশী-বিদেশী শত্রুরা বিপথগামী কিছু সেনা সদস্যের প্রত্যক্ষ সহযোগিতায় বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যকে হত্যা করে। তারা চেয়েছিল বাংলাদেশকে আবার পাকিস্তানের অংশ বানাতে। পঁচাত্তর পরবর্তী ২১ বছরে ক্ষমতাসীনরাও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের সামনে বিকৃতভাবে উপস্থাপন করে।
Leave a Reply