সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন জামালগঞ্জ উপজেলার বিভিন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ।
রবিবার সকালে তিনি উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর, নিতাইপুর, বেহেলী সার্বজনীন দুর্গামন্দির, মসলঘাট ও বেহেলী পাল পুজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জামালগঞ্জ থানার ওসি মো মীর আব্দুন নাসের, পুলিশ পরিদর্শক প্রজেশ কান্তি রায়, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান, যুবলীগের যুগ্মআহবায়ক রায়হান উদ্দিন রিপন, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মূল্য কান্তি রায়, যুবলীগের সভাপতি তোফায়েল আহমেদ মাসুম, ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রবীর দাস ও সাধারণ সম্পাদক জয়ন্ত তালুকদার।
সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সুনামগঞ্জ জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে দীর্ঘদিনের যে সম্প্রীতি রয়েছে তা বাংলদেশের ইতিহাসে অন্যন্য এক উদাহরণ।
Leave a Reply