জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে ঘরে থাকা নিম্নবিত্ত ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন উপজেলার সাচনাবাজারে এই পরিবারগুলোর কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মো রেদুয়ানুল হালিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সহসভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো মোশারফ হোসেন, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো ওয়ালী উল্লাহ সরকার ও সাংবাদিক মহসিন কবির।
প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ২০০ গ্রাম দুধ ও মাস্ক দেওয়া হয়েছে।
Leave a Reply