সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ও ভীমখালি ইউনিয়নের পাগনার হাওরের পূর্বপাড়ে মল্লিকপুর, ভান্ডা ও রাজাপুরসহ ১০ গ্রামের কৃষকরা ১ হাজার ৫০০ একর বোরো জমির জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন।
সোমবার সকালে মল্লিকপুরে হাওরের পশ্চিম কান্দায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মো আব্দুল মালিক, আব্দুস সামাদ, মো আক্তার হোসেন, শিহাব উদ্দিন, আফজল হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম, আরাফাত উল্ল্যাহ, মোস্তফা মেম্বার, আবুল কালাম ও ইউপি মহিলা সদস্য ইনুফা আক্তার।
কৃষকরা বলেন, দীর্ঘ ত্রিশ বছর ধরে এই হাওরের লম্বাবিল, বিনাজুড়া ও লক্ষীপুর এলাকায় কানাইখালী নদীর তিন কিলোমিটার এলাকাজুড়ে এই বিপুল পরিমাণ বোরো জমি জলাবদ্ধতার কারণে অনাবাদি পড়ে আছে। অথচ খাল ও নালা খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করলে এখানে ফসল উৎপাদন করা যাবে।
Leave a Reply