সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে নৌকা ডুবিতে মা ও ছেলে নিখোঁজ হয়েছেন। এ দুর্ঘটনায় ১৫ জন আহত হন।
সোমবার বিকেল ৫ টার দিকে ইঞ্জিন চালিত নৌকায় ৩৫ জন যাত্রী জামালগঞ্জ উপজেলা সদর থেকে ফেনারবাঁক ইউনিয়নের ফেনারবাঁক গ্রামে যাচ্ছিলেন। পথে পাকনার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ হন ফেনারবাঁক গ্রামের আমির হামজার স্ত্রী বিউটি আক্তার (৩০) ও ছেলে শিপন মিয়া (৮)।
জামালগঞ্জ থানার ওসি আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply