সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতিসহ দুইজনকে পুলিশ দেশীয় অস্ত্র ও জিহাদি বই সহ আটক করেছে।
আটককৃতদের মধ্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো হাবিবুর রহমান উপজেলার ভীমখালি ইউনিয়নের কামলাবাজ গ্রামের মৃত আকবর উল্ল্যাহর ছেলে আর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ মোহাম্মদ তরিকুল ইসলাম সাচনাবাজার ইউনিয়নের সাচনা গ্রামের মৃত শেখ মোহাম্মদ মুজিবুর রহমানের ছেলে।
সোমবার দুপুরে জামালগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসেরের নেতৃত্বে হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে নাশকতার পরিকল্পনার সময় দু’জনকে গ্রেফতার করে।
এ সময় বাড়ি থেকে ধারালো দেশীয় অস্ত্র এবং জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় জামালগঞ্জ থানার এসআই মো জুলহাস বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এতে পলালক আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
Leave a Reply