সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছয়হারা গ্রামের ঢালার হাওর শিব মন্দিরে দুই দিনব্যাপী চড়ক পূজা রবিবার শেষ হয়েছে।
এলাকাবাসী জানান, প্রায় ৩শ বছর ধরে এই চড়ক পূজার আয়োজন করা হচ্ছে। খরা, অকাল বন্যা ও শিলাবৃষ্টি থেকে ফসল রক্ষার মানত নিয়ে আর সন্ন্যাসীদের নানান তান্ত্রিক ও শারীরিক কসরত দেখতে হাজার হাজার মানুষ এতে জড়ো হন। দুই শতাধিক সন্নাসীও যোগ দেন।
চড়ক পূজা উপলক্ষে এলাকায় মেলা বসে।
ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার এ আয়োজনে সরকারি সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply