সুনামগঞ্জ প্রতিনিধি : ‘আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র হতে পারে না’-এ আহ্বান রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে করোনা সহিষ্ণু গ্রাম গড়ে তোলার লক্ষ্যে ও প্রয়োজনীয় পুষ্টির যোগান নিশ্চিত করতে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের ৩ শতাধিক নারী-পুরুষ কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব। বিশেষ অতিথি ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, পিএফজি জেলা সমন্বয়কারী ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন ও কৃষি কর্মকর্তা মো হাবিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন, সিলেট অঞ্চলের দি হাঙ্গার প্রজেক্টের এডমিন অফিসার কুদরত পাশা।
Leave a Reply