সুনামগঞ্জ প্রতিনিধি : ‘স্বাধীনভাবে চলতে চাই, চলার পথে বাধা নাই’ এ স্লোগান নিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে দিনব্যাপী কিশোর-কিশোরীদের নেতৃত্বে সামাজিক আন্দোলনের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে নাটক, আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে বেসরকারি সেবা সংস্থা কিশোরী টিপিং পয়েন্ট প্রকল্প উপজেলা সদরের শহীদ মিনার মাঠে এর আয়োজন করে। এতে ১৫টি গ্রামের চার শতাধিক কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল-আজাদ। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে ও প্রকল্পের ফান সেন্টারের পপি আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী সরকার।
অতিথিবৃন্দ বাল্যবিয়ে রোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং অন্যান্য সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে কিশোর-কিশোরীদের অবাধ অংশগ্রহণের আহবান জানান।
Leave a Reply