সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চাঁনপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন এবং জামালগঞ্জ অফিসার্স ক্লাব, কাঁচাবাজার ও চাঁনপুর বাজারে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব, জামালগঞ্জ থানার ওসি মীর মো আব্দুন নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু ও উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের প্রতি আন্তরিক। তিনি হাওরের সাধারণ মানুষকে ভালবাসেন।
Leave a Reply