সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গলা কেটে ইজিবাইকচালক সিকন্দর আলীকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রামনগর বাজার ইজিবাইক সমিতি রবিবার দুপুরে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর বাজারে এ কর্মসূচি পালন করে।
সংগঠনের সভাপতি আব্দুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সেনাসদস্য আব্দুর রকিব, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, বর্তমান ইউপি সদস্য মিজানুর রহমান ও দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক আহমদ তালুকদার।
বক্তরা অভিযোগ করেন, গত ১২ মে ইজিবাইক চালক সিকন্দর আলীকে হত্যা করা হলেও এখন পর্যন্ত খুনের রহস্য উদঘাটিত হয়নি।
তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply