সুনামগঞ্জ প্রতিনিধি : আগামী ১৮ নভেম্বর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে সভাপতি প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক সভায় এই ঘোষণা দেওয়া হয়।
সাবেক উপসচিব বীর মুক্তিযোদ্ধা মো রইছ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা দ্বীজেন্দ্র লাল দাস, মোবারক আলী তালুকদার, মতিউর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক।
নেতৃবৃন্দ তৃণমূলের কর্মীদের ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের দাবি জানান।
Leave a Reply