নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রামনগর বাজারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সাচনা বাজার ইউনিয়নের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক অখিল কুমার সাহা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ও জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম। পরিচালনায় ছিলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমদ।
Leave a Reply