হবিগঞ্জ প্রতিনিধি : পদযাত্রার নামে জামাত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার বিকেলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী সুমনের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট মসজিদ প্রাঙ্গণে পথসভায় মিলিত হয়।
পথসভায় অংশ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। জেলা যুবলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী সুমন।
বক্তারা জামাত-বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেণ। তারা বলেন, যতদিন শেখ হাসিনার কাছে দেশ থাকবে ততদিন এ দেশের মানুষ শাস্তিতে থাকতে পারবে।
বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলে তারা হুশিয়ার করে দেন।
Leave a Reply