গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জাফলং বাজারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে এবং মিজানুর রহমান ও আমির হোসেনের যৌথ পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি মিনহাজ উদ্দিন, ইউপি সদস্য সালমা বেগম, জিলানী মিয়া, জাফলং বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সভাপতি শাহীন মিয়া ও সাধারণ সম্পাদক সামছুল আলম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, প্রচার সম্পাদক মোশারফ মিয়া, কোষাধ্যক্ষ আবুল কালাম, সদস্য আব্দুর রাজ্জাক, বিলাল আহমেদ, আতিকুর রহমান, সুলতান মিয়া, ইউসুফ মিয়া, কবির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া প্রমুখ।
Leave a Reply