গোয়াইনঘাট প্রতিনিধি : হাইকোর্টের নির্দেশ মোতাবেক জাফলং কোয়ারি সচল করার দাবিতে জৈন্তাপুর-গোয়াইনঘাট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
সোমবার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহ উদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক হাফিজ মিয়া, জাফলং ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক লিলু মিয়া, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন সরবরাহকারী শ্রমিক সমিতির সভাপতি শহিদ মিয়া প্রমুখ।
Leave a Reply