মো আলী হোসেন, গোয়াইনঘাট : জাফলং কোয়ারি (পাথর খনি) পুনরায় চালুর দাবিতে সিলেট-জাফলং আঞ্চলিক মহাসড়কের নলজুড়ি-জাফলং অংশে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট আহ্বান করা হয়েছে।
সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ এ কর্মসূচি আহ্বান করেছে।
শনিবার বিকেলে নলজুরি বাজারে জৈন্তাপুর-গোয়াইনঘাট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ আহুত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট আহ্বান করে বলা হয়, এরপরও দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রায় সাড়ে ৪ মাস ধরে বন্ধ রয়েছে জাফলং কোয়ারি। এখানে পরিবেশ রক্ষার্থে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের উপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে; কিন্তু প্রশাসন কোয়ারিগুলো থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনও বন্ধ করে দিয়েছে। ফলে লক্ষাধিক শ্রমিক ও ব্যবসায়ী বেকার হয়ে পড়েছেন। এ কারণে অনেককে পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে।
এ ব্যাপারে জৈন্তাপুর-গোয়াইনঘাট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী আব্দুল মুতলিব খান জানান, লক্ষাধিক মানুষের জীবন-জীবিকার উৎসস্থল জাফলং কোয়ারি বন্ধ থাকায় একদিকে যেমন লক্ষাধিক ও কর্মহীন হয়ে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যদিকে সরকারও কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই জাফলং কোয়ারি সচল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
Leave a Reply