নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং ও ডাউকি নদীর পরিবেশগত সংকটাপন্ন এলাকা-ইসিএর সীমানা নির্ধারণের কাজ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর আগের একটি ঘোষণা বাস্তবায়নের আশা উঁকি দিলো। সংশ্লিষ্ট প্রশাসনির কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে সীমানা নির্ধারণ সম্পন্ন করে এই এলাকার পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে পিয়াইন নদীর তীরে খুঁটি স্থাপন করে সীমানা নির্ধারণ কাজ উদ্বোধন করেন, সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ। এসময় পরিবেশ অধিদফতেরর কর্মকর্তা সহ বিভাগীয় এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকার ২০১৫ সালের জানুয়ারিতে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ও পূর্ব জাফলং ইউনিয়নের ১১টি মৌজা নিয়ে মোট ১৪ দশমিক ৯৩ বর্গ কিলোমিটার এলাকাকে ইসিএ ঘোষণা করে। এর আওতায় রয়েছে, জাফলং ও ডাউকি নদী এবং নদীর উভয় পাড় হতে ৫০০ মিটার প্রস্থের এলাকাসহ বল্লাঘাটের বিপরীত দিকে পিয়াইন নদী পর্যন্ত বিস্তৃত পুরো খাসিয়াপুঞ্জি এলাকা; কিন্তু সীমানা নির্ধারণ না করায় গত তিন বছরে বোমামেশিন দিয়ে পাথর উত্তোলনের মাধ্যমে পরিবেশ ধ্বংস করেছে পাথরখেকোরা। ঘটছে শ্রমিকের প্রাণহানি। সবমিলিয়ে নদীগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
Leave a Reply