সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার, ২ অক্টোবর গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক গোয়াইনঘাট থানা পুলিশের একটি ও বিজিবির একটি দল সহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তর ৫টি বালুবাহী নৌকা আটক করে প্রসিকিউশন দেয়। এসব নৌকার পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।
জরিমানার দেড়লাখ টাকা নগদে আদায় করা হয়। তথ্য বিবরণী
Leave a Reply