মো আলী হোসেন, গোয়াইনঘাট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নকশিয়া পুঞ্জিতে স্ত্রীর মত্যু শোক সইতে না পেরে নিজের লাইসেন্স করা একনলা বন্দুক দিয়ে গুলি করে শ্যামল নায়াং নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
শ্যামল নায়াং নকশিয়া পুঞ্জি এলাকার উচাই খাসিয়ার ছেলে ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা শেফাল জমিদারের পিতা।
পুলিশ জানায়, ৩ দিন আগে শ্যামল নায়াংয়ের স্ত্রী মারা যান। সেই শোক কাতর হয়ে সোমবার গভীর রাতে তিনি নিজের এক নলা বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা তার শয়ন কক্ষে গিয়ে তাকে মৃত দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে এসআই হারুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে বন্দুকটি জব্দ ও ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
Leave a Reply