গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে ভ্রাম্যমাণ আদলত অভিযান চালিয়ে ৬টি ক্রাশার মেশিন (পাথর ভাঙ্গার যন্ত্র) উচ্ছেদ করেছে।
বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো সালাহ উদ্দিনের নেতৃত্বে নলজুরী ও গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান চলে।
অভিযান চলাকালে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা, সরকারি খাস ভূমি ও বন বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপিত ৬টি ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়।
এ সময় গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো জাহাঙ্গীর হোসেন সরদার, পরিবেশ অধিদফতর সিলেটের পরিদর্শক পারভেজ আহমেদ ও তামাবিল বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রশিদ খন্দকার সহ পুলিশ ও বিজিবিরি অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply