গোয়াইনঘাট প্রতিনিধি : ঢাকা থেকে সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে ডুবে সোহরাব আহমেদ (১৫) নামের এক কিশোর পর্যটকের সলিল সমাধি হয়েছে।
সোহরাব আহমদ ঢাকার যাত্রাবাড়ি এলাকার দলপুরের ১৪নং আউটফল পোড়াবাড়ির নাছির আহমেদের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী।
তার খালাতো ভাই সৈকত আহমেদ জানান, তারা শুক্রবার সকালে ৫০ জন মিলে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরে ৫ বন্ধু পিয়াইন নদীর খেয়াঘাট এলাকায় গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানায় সোহরাব আহমদ পানির নিচে তলিয়ে যান।
এলাকার লোকজন প্রায় ২ ঘণ্টা তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই রফিক আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
গোয়াইনঘাট থানার ওসি মো দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply