নিজস্ব প্রতিবেদক : সিলেটের জাফলং কোয়ারি এলাকায় অবৈধভাবে গর্ত থেকে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক আহত হয়েছেন।
এ নিয়ে গত দেড়মাসে সিলেটের ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দি কোয়ারি এলাকায় টিলা, পাথরের গর্ত ও নদীর পাড় ধসে ১৩ জন মারা গেলো।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে পিয়াইন নদীর তীরে নয়াবস্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নদীর পাড় ধসে চারজন মাটি চাপা পড়েন। এর মধ্যে দুই জন ঘটনাস্থলেই মারা যান। তারা হলেন সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার আকরাম মিয়া ও লিচু মিয়া। আহত দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply