নিজস্ব প্রতিবেদক : সিলেটের পাথর কোয়ারিতে আবারো প্রাণহানি ঘটলো। এবার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রাণ গেলো এক কিশোরীর। এর আগে ৭ নভেম্বর কানাইঘাট উপজেলার বাংলাটিলায় ৬ কিশোর-তরুণের মৃত্যু হয়। এ ঘটনার ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দুটি কমিটি তদন্ত চালাচ্ছে।
গোয়াইনঘাট প্রতিনিধি জানিয়েছেন, সোমবার ভোরে জাফলং মন্দিরের জুম এলাকায় পাথর সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ে ১৭ বছর বয়সী চম্পা দাস প্রাণ হারায়। এ সময় জ্যোতিবিকাশ, দীপ্ত সরকার ও অজিত সরকার সহ ৪ জন আহত হয়।
চম্পা দাস নেত্রকোনার কালিয়াজুরি উপজেলার শ্যামপুর গ্রামের রঞ্জিত দাসের মেয়ে। এ ঘটনায় পুলিশ পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের সভাপতি নানু মিয়াকে আটক করেছে।
পুলিশ জানায়, মন্দিরের জুম পাহাড়ি এলাকা থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে শ্রমিকদের দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল।
মাটিচাপা পড়ে হতাহতের খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম ও গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি হিল্লোল রায় জানান, চম্পা দাসের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply