গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ‘তিন তাস’ নামক জুয়া খেলার মাধ্যমে পর্যটকদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণ অলংকার ও মোবাইল ফোন সেট হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহ উদ্দিন পর্যটন কেন্দ্র ও আশেপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে নাজিম উদ্দিন নামের এক জুয়ারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে থানা হাজতে প্রেরণ করা হয়।
নাজিম উদ্দিন ঢালক নগর লেন গেন্ডারিয়া ঢাকার মৃত মো সামছু মিয়ার ছেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহ উদ্দিন বলেন, জাফলংয়ে আগত পর্যটক সহ স্থানীয় জনসাধারণ যাতে কোনভাবে প্রতারিত না হয় সে জন্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
Leave a Reply