গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে টাস্ক ফোর্সের অভিযানে ১১টি ক্রাশার মেশিন (পাথর ভাঙ্গার যন্ত্র) উচ্ছেদ ও পিয়াইন নদী থেকে পাথর উত্তোলনের দায়ে ৪টি সেইভ মেশিন ধ্বংস এবং জিরো পয়েন্ট এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
একই সাথে লোকালয়ে অবৈধভাবে ক্রাশার মেশিন স্থাপন করে পাথর ভাঙ্গার দায়ে এক প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বল্লাঘাট কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে জিরো পয়েন্ট এলাকা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদফতরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহায়তায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো সালাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চলে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিজিবি সেনগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার মো হুমায়ুন কবির, গোয়াইনঘাট থানার এসআই হারুনুর রশিদ ও মনজুরুল ইসলাম সহ পুলিশ ও বিজিবির অর্ধশতাধিক সদস্য।
Leave a Reply