নিজস্ব প্রতিবেদক : প্রকৃতিকন্যা জাফলংকে পাথরখেকোদের কবল থেকে রক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন অনুুুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরিবেশ উন্নয়ন ও পুরাকীর্তি সংরক্ষণ কমিটি এবং জাফলং পর্যটন উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে জাফলংয়ের পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দাবিও জানানো হয়।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। এতে বোমা মেশিনের তাণ্ডব থেকে জাফলংকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর সরেজমিন পরিদর্শন প্রত্যাশা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী স্মারকলিপি গ্রহণ করেন।
জাফলং পর্যটন উন্নয়ন পরিষদের সভাপতি আতাউর রহমান বাবুলের সভাপতিত্বে এবং পর্যটন উন্নয়ন ও পুরাকীর্তি সংরক্ষণ কমিটির সভাপতি অধ্যাপক ফয়েজ আহমদ বাবরের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জাফলং চা বাগানের ব্যবস্থাপক এস এম একরামুল কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, জাফলং পর্যটন উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আধাপক মো খায়রুল ইসলাম, সারি বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদি, জাফলং পর্যটন উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো উমর ফারুক, জাফলং বাঁচাও সামাজিক যোগাযোগ গ্রুপের এডমিন এ জেড জাহাঙ্গীর, স্থানীয় পরিবেশ ও পর্যটন উন্নয়ন সংগঠক হানিফ মোহাম্মদ, হানিফ আহমদ, ইমাম উদ্দিন, তাজ উদ্দিন, আনোয়ার হোসেন, ইমরান আহমেদ দুলাল, আব্দুল মান্নান, আব্দুল কাইয়ুম, মতিউর মুন্না প্রমুখ।
Leave a Reply