নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-সিএসই বিভাগের অধ্যাপক জনপ্রিয় লেখক ড মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড ইয়াসমিন হককে হত্যার হুমকি দেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে বুধবার রাতে এই শিক্ষক দম্পতিকে তাদের মোবাইল ফোনে আলাদা আলাদা এসএমএসে হত্যার হুমকি দেয়া হয়। তারা তখন ঢাকায় অবস্থান করছিলেন। এর আগেও তাদেরকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। এরপর থেকে ড মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়।
শুক্রবার সকালে সিলেট ফিরে বিকেলে ড মুহম্মদ জাফর ইকবাল এই হুমকির ব্যাপারে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানিয়েছেন, ইতোমধ্যে ড মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
Leave a Reply