নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনপ্রিয় লেখক ড মুহম্মদ জাফর ইকবাল এখন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। শনিবার বিকেলে তার নিজের প্রিয় ক্যাম্পাসে দুর্বৃত্তদের হামলায় আহত হবার পর প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্যে রাতেই তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সিলেট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে খ্যাতিমান এই শিক্ষাবিদের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।
এদিকে প্রিয় শিক্ষকের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় শাবিপ্রবি ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে। সাথে সাথেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। আজও সকাল থেকে নানা কর্মসূচি চলছে।
ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। সবার দাবি, নিশ্চিত নিরাপত্তা আর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি। সেই সাথে ড মুহম্মদ জাফর ইকবালের উন্নত চিকিৎসার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিলেট মহানগরীতেও রাতে বিক্ষোভ মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। বিকেল ৪টায় শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা মানববন্ধন করবেন, সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে। ঢাকা সহ দেশের অন্যান্য এলাকায়ও গণবিক্ষোভ চলছে।
Leave a Reply