নিজস্ব প্রতিবেদক : সিলেটে ড মুহম্মদ জাফর ইকবালকে হত্যা প্রচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জাসদের জেলা লোকমান আহমদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, জেলা সাধারণ সম্পাদক আরিফ মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড আফরোজ আলী, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক সিকন্দর আলী ও বাসদ সমন্বয়ক কমরেড আবু জাফর।
প্রিয় শিক্ষক ও লেখক ড মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, অধ্যাপক মস্তাবুর রহমান ও সংগঠক কাশমির রেজা।
বক্তারা ড মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার পিছনের আর কারো হাত আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানান।
লেখক ও শিক্ষাবিদ ড মুহম্মদ জাফর ইকবালের উপর হামলায় ক্ষুব্ধ সুনামগঞ্জের শিক্ষক, শিক্ষার্থী, সংবাদকর্মী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক কর্মীরা মানববন্ধন করেছেন।
রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, মুক্ত চিন্তার শীর্ষ ব্যক্তি ড মুহম্মদ জাফর ইকবালকে খুন করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন ও প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাজু আহমেদ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহরের টাউন হল প্রাঙ্গণে সংক্ষুব্ধ নাগরিক সমাজের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও অ্যাডভোকেট বিজন বিহারী দাশ।
বক্তারা ড মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply