নিজস্ব প্রতিবেদক : সিলেটে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন মানববন্ধন করেছে।
সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইমজার সদস্যগণ ছাড়াও বিভিন্ন সাংবাদিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।
ইমজার সভাপতি আশরাফুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক শ্যামানন্দ দাস, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বিভাগীয় সাধারণ সম্পাদক শঙ্কর দাস, ইমজার সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম শাহ, সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা ও স্থপতি রাজন দাশ।
Leave a Reply