নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত রয়েছে।
সোমবার সকাল ১০টায় শাবিপ্রবির সিইসি ও ত্রিপল ই বিভাগের শিক্ষার্থীরা একটি মৌন মিছিল বের করেন। পরে সমাবেশ করেন, লাইব্রেরি ভবনের সামনে। এতে হামলার পিছনের কারা আছে তা খুঁজে বের করার দাবি জানানো হয়।
এছাড়া সকাল ১১টা থেকে শাবিপ্রবির শিক্ষকরা উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
ড মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে এম সি কলেজেও মানবন্ধন করা হয়েছে।
দুপুরে সামনের সড়কে থিয়েটার মুরারীচাঁদ আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন ছাত্র ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply