নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুল হাসানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম তৃতীয় আদালতে তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক হরিদাস কুমার তা মঞ্জুর করেন।
এর আগে কঠোর নিরাপত্তায় ফয়জুল হাসানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসা হয়।
আদালত এলাকায়ও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
Leave a Reply