হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক মোহাম্মদ আতিকের রহমান আতিকের স্ত্রী ফরিদা ইয়াছমিন রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন।
শুক্রবার রাত সাড়ে ১০টায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। পরদিন ভোর ৫টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪৯ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আতিকুর রহমান আতিকের স্ত্রীর মৃত্য সংবাদ শুনে তার বাসভবনে গিয়ে সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিব এবিএম রুহুল হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি, মেজর (অব) খালেদ আক্তার ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হবিগঞ্জ জেলা সদস্য সচিব শংকর পাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
শনিবার বাদ আছর বারিধারায় বায়তুল আতিক জামে মসজিদে ফরিদা ইয়াছমিন রহমানের জানাজা অনুষ্ঠিত হয়।
পরে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
Leave a Reply