সুবর্ণা হামিদ : সর্বনাশা বন্যার ছোঁবলে ক্ষত-বিক্ষত সিলেটে দুঃসহ পরিস্থিতিতে একদিকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে জানমালের নিরাপত্তা বিধান আরেকদিকে প্রথমদিন থেকেই পানিবন্দি অজস্র নারী-পুরুষকে উদ্ধার ও সর্বস্বান্ত মানুষের মুখে আহার যোগানো। এখন আবার স্বাস্থ্যসেবা-স্বাস্থ্য সহায়তায় হাত প্রসারিত করা। এই দুর্যোগ-দুর্বিপাকে সবদিক সামাল দিয়ে জেলা পুলিশ মানবিকতারএক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রতিদিন তৈরি খাবারসহ ত্রাণের নানা উপকরণ নিয়ে পুলিশ সদস্যরা জেলা সদর থেকে ছুটে যাচ্ছেন বিভিন্ন উপজেলার বন্যাকবলিত এলাকাগুলোতে। বসে নেই থানা পুলিশও। সবাই বন্যার্তদের পাশে বন্ধু হয়ে-সহযোগিতার হাত বাড়িয়ে। এই বন্ধুত্ব যে চিরকালের-আবারও প্রমাণিত হলো।
এই বিশাল কর্মযজ্ঞের দলনেতা ‘মানবিক এসপি’ হিসেবে খ্যাতিমান সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম। মাথার উপর ছায়া রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। আরও উপরে আইজিপি ড বেনজির আহমদ বিপিএম-বার। পাশে অসাধ্য সাধনে দৃঢ়প্রতিজ্ঞ প্রিয় সহকর্মীরা। মানবিক দায়িত্ব পালনে একসঙ্গে এভাবে পথচলা সিলেটবাসীর স্মৃতিতে অবশ্যই উজ্জ্বল হয়ে থাকবে।
জেলা পুলিশের এই মানবিক কর্মযজ্ঞের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ওসমানীনগর উপজেলার পৈলনপুর ও বুরুঙ্গা ইউনিয়নের প্রায় ১০টি গ্রামে ৪০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, বিস্কুট ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।
অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার যান বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ৮০০ পরিবারের জন্যে রান্নাকরা খিচুড়ি ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে গিয়েছিলেন কোম্পানীগঞ্জ উপজেলায়। এছাড়া বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নগদ অর্থও বিতরণ করেন।
পুলিশ সুপারের সঙ্গে থাকা সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের মেডিক্যাল টিমের সদস্যরা বানভাসি মানুষকে প্রাথমিক চিকিৎসাসেবা ও জরুরি জীবন রক্ষাকারী ঔষধপত্র দেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী ও ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মো রেফায়েত উল্লাহ চৌধুরী। এছাড়া জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রায় ৯৫০ জন ও ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো সাফায়েত হোসেনের নেতৃত্বে ৪০০ জন বানভাসির মধ্যে খাবার বিতরণ করা হয়। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম সহকর্মীদের নিয়ে আশ্রয়কেন্দ্রে রান্নাকরা খিচুড়ি বিতরণ করেন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো তাজুল ইসলাম পিপিএম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্তী এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বেও নিজ নিজ থানা এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রান্না করা খিচুড়ি বিতরণ অব্যাহত রাখা হয়।
Leave a Reply