নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২০তম জাতীয় সম্মেলন সফলের আহ্বান জানিয়ে সিলেট জেলা আওয়ামী লীগ শোভাযাত্রা করেছে।
মঙ্গলবার দুুপরে মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়।
পরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সম্মেলনের মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃত্ব যেমনি দলকে তেমনি দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরলস কাজ করবে।
Leave a Reply