হবিগঞ্জ প্রতিনিধি :জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, পরিবেশ, বন ও জনবায়ু পরিবর্তন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাপা কখনো নির্বাচনের বাইরে থাকেনি। এমন কি দলীর চেয়ারম্যানকে যখন অযোগ্য ঘোষণা করা হয়েছিল তখনো নির্বাচনে অংশ নিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করবে।
আর জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনের জন্যে যাচাই-বাছাই করে দলীয় ৩শ আসনে প্রার্থী তালিকা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নেতৃবৃন্দ এ তথ্য জানান।
Leave a Reply