জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় কবি নজরুল অডিটরিয়ামে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে অঙ্কন শিল্পীদের অংশগ্রহণে ৩টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ছবি আঁকার বিষয় ছিল ক বিভাগ (১ম থেকে ৩য় শ্রেণি) : জাতীয় পতাকা, খ বিভাগ (৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি) : মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, গ বিভাগ (৭ম থেকে ১০ম শ্রেণি) : বঙ্গবন্ধুর প্রতিকৃতি। প্রায় ২০০ ক্ষুদে অঙ্কন শিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ীদের মধ্যে ১৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশীদ, সিলেট চারুশিল্পী পর্ষদের সদস্য সচিব শামসুল বাসিত শেরো ও সিলেট আর্ট এন্ড অটিস্টিক ফাউন্ডেশনের পরিচালক ইসমাইল গনি হিমন।
প্রতিযোগিতায় ক্ষুদে অঙ্কন শিল্পীদের ছবি আঁকা প্রত্যক্ষ করেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply