সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত। মহানগর সাধারণ সম্পাদক আসমা কামরান ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন। প্রধান বক্তা ছিলেন, সাবেক সংসদ সদস্য বেগম রোকেয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতু ন্নেছা মুজিব পদকপ্রাপ্ত সৈয়দ জেবুন্নেছা হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহসভাপতি কুহিনুর খান, সাংগঠনিক সম্পাদক সোহেলা পারভীন রানু, সুরাইয়া বেগম ইভা, সদস্য শাহনাজ হাবিব, মালিহা জামান মালা, হাবিবা ইসলাম ও মহানগর সভাপতি সিসিক কাউন্সিলর শাহানরা বেগম।
আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক বেগম শামমুন্নেহার মিনু, সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মহানগর সহসভাপতি মারিয়াম চৌধুরী ও সাবিনা ইয়াসমিন।
আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply