মাধবপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।
দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব মনতাজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন আহামেদ, হাফিজ উদ্দিন ও ইউপি সদস্য শ্যামলী দেব।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম উদ্বোধন করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল।
Leave a Reply