জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এশিয়ার প্রখ্যাত চিকিৎসক ওসমানী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা ও সীমান্তিকের যৌথ উদ্যোগে এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় শুক্রবার হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে অধ্যাপক ডা এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে দিনব্যাপী হৃদরোগ চিকিৎসাসহ এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর ব্যবস্থাপনায় স্থানীয়ভাবে সহযোগিতা করে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট। এতে নবীগঞ্জ উপজেলা ছাড়াও পাশ্র্ববর্তী বানিয়াচং ও বাহুবল উপজেলার প্রায় ৬শ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
এ উপলক্ষে অধ্যাপক ডা এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রের সভাকক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।
জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সহসভপতি সৈয়দ জগলুল পাশার সভাপতিত্বে ও নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজলের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা খালেদ মোহসিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো ইমদাদুল হক চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী মো মনিরুল হক, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সদস্য আব্দুল আউয়াল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিলেটের রিজিওনাল ম্যানেজার মো জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান হারুন ও নূর উদ্দিন বুলুবুল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা খালেদ মোহসিন বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্বসভায় নতুন করে আরেকটি স্বাধীন ভূখণ্ড তৈরি হতোনা। জেল-জুলুম আর নির্যাতনের স্টিমরোলার চালিয়েও তাকে দাবিয়ে রাখা যায়নি। উচ্চাকাঙ্ক্ষী ও বিপথগামী কিছু সেনা সদস্য সপরিবারে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে অচল করে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিল।
তিনি বলেন, এখন বঙ্গবন্ধুর কন্যাই দেশের প্রধানমন্ত্রী হয়ে জাতির পিতার সেই স্বপ্নের বাসযোগ্য স্বদেশ নির্মাণে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন, হাফিজ মাওলানা শফিউল ইসলাম চৌধুরী।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply