হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে যুবলীগের উদ্যোগে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মহিবুর রহমান মাহির ব্যবস্থাপনায় অসহায় ও দুস্থদের মধ্যে মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের টাউন হল এলাকায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির এ কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান হিরাজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাক মহিবুর রহমান মাহী, সমাজকল্যাণ সম্পাদক মঈন চৌধুরী সুমন, দপ্তর সম্পাদক আলমগীর দেওয়ান, উপপ্রচার সম্পাদক আলম মিয়া ও উপদপ্তর সম্পাদক ধ্রুব জ্যোতি দাশ টিটু।
Leave a Reply