সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে হাতের লেখা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক শিশু অংশ নেয়।
শুক্রবার সকালে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর ভবনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, পৌর মেয়র নাদের বখত।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র নাদের বখত। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, দফতর সম্পাদক লিটন সরকার ও জেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার ধর।
মেয়র বলেন, পনেরোই আগস্ট ইতিহাসের একটি কালো অধ্যায়। সেদিন স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদরদের সহায়তায় কিছু ক্ষমতালোভী বিপদগামী সেনা কর্মকর্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছিল।
Leave a Reply