সুনামগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জে মৌন শোক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন
সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লোহ।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে সাজা কার্যকর করার দাবি জানান।
Leave a Reply