সাংস্কৃতিক প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী। সভাপতিত্ব করেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত।
অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply