নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ শোকসভার আয়োজন করেছে।
মহানগরীর রেজিস্ট্রারি মাঠে দুপুর ২টায় এ শোকসভা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এবং সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ ও এনামুল হক শামীম বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন।
শোকসভায় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। আওয়ামী লীগের জেলা মহানগর নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে প্রস্তুতিকাজ তদারকি করছেন।
Leave a Reply