নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে পথ শিশুদের নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়েছে।
সোমবার বিকেলে সিলেট জেলা পরিষদের সদস্য আমাতুজ জোহরা রওশন জেবীন রুবা ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাস্থ্য বিষয়ক সম্পাদক ডা নাজরা চৌধুরীর উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, তথ্য উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি, মহিলা আওয়ামী লীগের জেলা সভাপতি রুবি ফাতেমা ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক আসমা কামরান ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির আহমদ। পরিচালনায় ছিলেন মাসুম আহমদ।
Leave a Reply